শিক্ষক কর্তৃক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সোনাখিরায়। ভাঙচুর স্কুল, অগ্নিসংযোগ, বিকল্প জাতীয় সড়ক অবরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ। ঘটনা সোনাখিরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যানিকেতনে । এক শিক্ষক এক ছাত্রীকে শ্লীলতাহানি করার ঘটনা কে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি এলাকায়। কয়েক শতাধিক উত্তেজিত জনতা স্থানিয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যানিকেতন স্কুল ভেঙে গুড়িয়ে দেন। স্কুলের ভেতরে থাকা চেয়ার, টেবিল, ড্রেক্স, ব্রেঞ্চ সহ বিভিন্ন জিনিস পত্র বের করে ভেঙে গুড়িয়ে দিয়ে আগুন লাগিয়ে দেয়।খবর পেয়ে ছুটে আসে পাথারকান্দি অগ্নি নির্বাপক বাহিনী। এলাকার ক্ষুব্ধ জনগন তারপর চান্দখিরা -ফটিকরায় বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে অভিযুক্ত শিক্ষক কে গ্রেফতারের দাবি জানিয়েছেন । এই প্রতিবেদন প্রস্তুত করা পর্যন্ত চলছে অবরোধ। জানাগেছে অভিযুক্ত শিক্ষকের নাম জহির উদ্দিন তার বাড়ি কলকলিঘাট বস্তিতে। ইতিমধ্যে পাথারকান্দি ও বাজারীছড়া পুলিশ ঘটনাস্থলে পৌছলেও টান টান উত্তেজনা বিরাজ করছে এলাকায়৷
রঞ্জিত কৈরীর রিপোর্ট নিউজ অবিকল।