ধর্ষনের শাস্তি স্বরূপ ফাঁসির বিল আনার উদ্যোগ মুখ্যমন্ত্রীর, অন্য বার্তা চিকিৎসকদেরও।ধর্ষণ হলে ফাঁসির শাস্তির বিল আনার উদ্যোগ মুখ্যমন্ত্রীর, অন্য বার্তা চিকিৎসকদেরওতৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আরজি করকে সামনে রেখে নিজের বক্তব্য জানালেন মুখ্যমন্ত্রী। বার্তা দিলেন জুনিয়র চিকিৎসকদেরও। ধর্ষণ বিরোধী কড়া বিলের আশ্বাসও দিলেন।ধর্ষণ হলে ফাঁসির শাস্তির বিল আনার উদ্যোগ মুখ্যমন্ত্রীর, অন্য বার্তা চিকিৎসকদেরওতৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আরজি করকে সামনে রেখে নিজের বক্তব্য জানালেন মুখ্যমন্ত্রী। বার্তা দিলেন জুনিয়র চিকিৎসকদেরও। ধর্ষণ বিরোধী কড়া বিলের আশ্বাসও দিলেন।তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়ো রোডের মঞ্চে বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী যে আরজি করকে দূরে রাখতে পারবেননা তা সকলেই জানতেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠেই আরজি কর সহ সকল নির্যাতিতাকে উৎসর্গ করেন দিনটি। সেই সঙ্গে বিজেপি শাসনাধীন
ধর্ষনের শাস্তি স্বরূপ ফাঁসির বিল আনার উদ্যোগ মুখ্যমন্ত্রীর, অন্য বার্তা চিকিৎসকদেরও।The Chief Minister has proposed a bill to introduce the death penalty as punishment for rape, and has also conveyed a message to doctors.
রাজ্যগুলিতেও এমন কাণ্ডের কথা তুলে ধরেন।তিনি বলেন, এই ধরনের ঘটনার একটাই শাস্তি ফাঁসি। সেই বিচার চেয়ে যে আন্দোলন চলছে তাতে জল ঢালতে চাইছে বিজেপি। কেন কেন্দ্র ধর্ষণের মত ঘটনায় ফাঁসির শাস্তির আইন আনছে না তা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, তিনি আগামী সপ্তাহে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে সেখানে ধর্ষকের ফাঁসি চেয়ে বিল আনবেন।বিল পাশ হলে সেই ধর্ষণ বিরোধী বিল তিনি রাজ্যপালের কাছে সই করতেও পাঠাবেন। রাজ্যপাল তাতে সই না করলে রাতভর ধর্নার কথাও জানান তিনি। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ধর্ষণের একটাই শাস্তি ফাঁসি। সেটা হলে সব ঠান্ডা হয়ে যাবে।মুখ্যমন্ত্রী এদিন জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধও করেন। সেই সঙ্গে প্রচ্ছন্নে কড়া বার্তাও দেন। তিনি বলেন, সুপ্রিমকোর্টও তাঁদের কাজে ফেরার অনুরোধ করেছে। বিষয়টি নিয়ে রাজ্যসরকারকেই আগামী দিনে যা পদক্ষেপ করার করতে বলেছে শীর্ষ আদালত।চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, তিনি জুনিয়র ডাক্তারদের আবেগ বোঝেন। তাঁদের বিচারের দাবিকেও সমর্থন করেন। তিনি কোনও কড়া পদক্ষেপও করতে চান না। কিন্তু এবার কাজে ফিরতে হবে বলেই কার্যত স্পষ্ট বার্তা দিয়ে দেন মুখ্যমন্ত্রী।ধর্ষণ হলে দোষীদের ফাঁসির দাবিতে আগামী শুক্রবার প্রতিটি কলেজের গেটে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে ছাত্রছাত্রীরা আন্দোলনে শামিল হবেন বলে কর্মসূচি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পরদিন শনিবার ব্লকে ব্লকে মিছিল ও ধর্না হবে একই দাবিতে।ধর্ষনের শাস্তি স্বরূপ ফাঁসির বিল আনার উদ্যোগ মুখ্যমন্ত্রীর, অন্য বার্তা চিকিৎসকদেরও। ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।