রামকৃষ্ণনগর জেলা ক্রীড়া সংস্থা ও বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির যৌথ উদ্যোগে বর্ষবরণ উৎসব উদযাপিত।ভারতবর্ষের সকল বাঙালি জাতির মানুষরা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে। বাংলা নতুন বছর অর্থাৎ শুভ নববর্ষ। প্রতি বছরের ন্যায় এবার ও রামকৃষ্ণ নগর ক্রীড়া সংস্থা ও বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির যৌথ উদ্যোগে রবিবার রামকৃষ্ণ নগরে বর্ষবরণ উৎসব উদযাপিত হয়। এই উপলক্ষে সকাল ছয় ঘটিকায় নেতাজিবাগ থেকে একটি শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রা টি শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে ব্লক রোড হয়ে রামকৃষ্ণনগর নেতাজীবাগ এসে সমাপ্ত হয়। এই শোভাযাত্রায় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা শিক্ষক-শিক্ষিকা ও এলাকার সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করেন। বিশেষ করে বাঙালি জাতির যে কোন উৎসব থাকলে সেটার তাৎপর্য থাকে সবচেয়ে বেশি। এ দিনের শোভাযাত্রা আরেকটি লক্ষনীয় বিষয় হল শোভাযাত্রা চলাকালীন শহরের প্রধান প্রধান জায়গায় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা সমবেত নৃত্য পরিবেশন করে। শোভাযাত্রা শেষ পর্যায়ে সিনিয়র মহিলা ও পুরুষদের দ্বারা একটি নৃত্য পরিবেশন হয়। সন্ধ্যায় বরাউপত্যকা বঙ্গ সাহিত্য সাংস্কৃতি সম্মেলনের উদ্দেগে বিভিন্ন শিল্পী গুষ্ঠির দ্বারা একক নৃত্য কবিতা আবৃত্তি রামকৃষ্ণ নগর বিদ্যাপিঠে আয়োজন করা হয়। এ দিন বর্ষবরণে শোভাযাত্রা অংশগ্রহণ করা ছাত্র-ছাত্রীদের জন্য ভাইকিং ক্লাবের পক্ষ থেকে পানীয় জলের ব্যবস্থা করা হয়। এই শোভাযাত্রায় জিসি পাল কলেজ অব এডুকেশন সেন্টার, সরস্বতী বিদ্যামন্দির, আইডিয়েল হোম ইংলিশ মিডিয়াম স্কুল, প্রণবানন্দ বিদ্যামন্দির, মহর্ষি ইংলিশ একাডেমির ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এরপর রামকৃষ্ণ নগর নেতাজি বাগে বর্ষবরণ উৎসব উপলক্ষে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর ক্রীড়া সংস্থার সাংস্কৃতিক সম্পাদক সমরজিৎ বিশ্বাস, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের রামকৃষ্ণ নগর আঞ্চলিক সমিতির প্রাক্তন সম্পাদক কৃষ্ণ চৌধুরী, বর্তমান সম্পাদক হিমাংশু শেখর দেবরায়, সভানেত্রী ডঃ মালা শর্মা, সাহিত্য সম্পাদিকা মন্দিরা দেবরায়, সাংস্কৃতিক সম্পাদিকা মধুমিতা নাথ, সদস্য সূর্যাশু নাথ, কল্লোল চৌধুরী, রামকৃষ্ণনগর সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সভাপতি মৃগাঙ্ক দত্ত চৌধুরী, প্রাক্তন শিক্ষক বিজয় সিংহ দাস, কদমতলা হাই স্কুলের প্রধান শিক্ষক অরুণ চৌধুরী, কবি ও সাহিত্যিক বিশ্বতোষ সেন, শিল্পী বনশ্রী দাস, ও অন্যান্য স্থানীয় মানুষরা।