এবার বাইকের জন্মদিন পালন হলো ভারতে,শুধু তাই নয় বাইক নিজে কাটলো কেক ও।ধুমধাম করে পালিত হল বাইকের জন্মদিন, কেক কাটল বাইক নিজেই।মোটরবাইক অনেকেরই থাকে। অনেকের প্রিয়ও হয় তাঁর বাইক। এমনই এক ব্যক্তি তাঁর বাইকের জন্মদিন পালন করলেন। কেক কাটা হল। আর সেই কেক কাটল বাইক নিজেই।বাইক অনেকেরই খুব পছন্দের যান। এমন মানুষও আছেন যাঁর গাড়ি থাকা সত্ত্বেও তিনি নিজের বাইকেই ঘুরতে বেশি পছন্দ করেন। বাইক ভারতের বহু পরিবারেরই অংশ। যাতায়াতের অন্যতম ভরসা। বাইক পাগল মানুষের সংখ্যা এদেশে কম নয়। তবে দক্ষিণ ভারতের বাসিন্দা এক ব্যক্তি তো এমন কাণ্ড করলেন যা রীতিমত চর্চার বিষয় হয়ে উঠেছে।দক্ষিণ ভারতে
এবার বাইকের জন্মদিন পালন হলো ভারতে,শুধু তাই নয় বাইক নিজে কাটলো কেক ও।This time, a motorcycle’s birthday was celebrated in India, and not only that, the bike itself cut the cake.
বাইকের চল যথেষ্ট। সেখানেই এক ব্যক্তি তাঁর বাইকের জন্মদিন পালন করলেন খুব ধুমধাম করে। বাইকের জন্মদিন পালনও হয়তো মানুষকে চমকিত করতনা। কিন্তু চমক দিল জন্মদিনের কেক কাটা।রীতি হল যার জন্মদিন সেই কেক কাটবে। এক্ষেত্রে তো ২ চাকার একটি যন্ত্রের জন্মদিন। সে কী করে কেক কাটে? কিন্তু এক্ষেত্রে সেই কেক কেটেছে।বাইকের সামনের চাকায় একটি ছুরি লাগিয়ে বাইকটিকে আগু পিছু করতে থাকেন বাইকের মালিক। যাতে চাকা ঘুরে ছুরিটি ঠিক কেকের ওপর গিয়ে পড়ে। সেটাই হয়ও। আর তাতেই এক ব্যক্তির হাতে ধরে থাকা কেক বাইকে লাগানো ছুরিতেই সুন্দরভাবে কাটা হয়।পিছনে তখন চলছে জন্মদিনের বিশেষ গান। সব মিলিয়ে দারুণ একটা জন্মদিন পালন হয় বাইকের। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে সময় নেয়নি।বাইক নিজেই নিজের জন্মদিনের কেক কেটেছে এবং তাও এক অভিনব উপায়ে। এটাই সবচেয়ে বেশি আকর্ষিত করেছে সকলকে। যার জেরে সংবাদের পাতাতেও অচিরেই জায়গা করে নিয়েছে এই বাইকের জন্মদিন পালন। এবার বাইকের জন্মদিন পালন হলো ভারতে,শুধু তাই নয় বাইক নিজে কাটলো কেক ও।ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।