চলেগেলেন মেদলি জিপির তিন বারের সভাপতি তথা শ্রীভূমি জেলা চা মোর্চার প্রাক্তন জেলা সভাপতি অন্তু বাল্মীকি দাস। বুধবার বেলা সোয়া একটা নাগাদ শিলচরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তে গোটা এলাকা সহ পরিচিতি মহলে নেমে আসে শোকের ছায়া। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি রেখেগেছেন স্ত্রী সহ তিন ছেলে এক মেয়ে ও এক পুত্রবধূ ও এক নাতি।তিনি পাথারকান্দি বিধানসভা এলাকার মেদলী গ্রাম পঞ্চায়েতের তিনবারের সভাপতি ছিলেন।সামাজিক কাজে উনার অনেক অবদান রয়েছে।যারফলে জিপিবাসী এক বার তাকে সিলেকশনের মাধ্যমে ও দুবার ভোটের মাধ্যমে জিপি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে
চা মোর্চার প্রাক্তন সভাপতি অন্তু বাল্মীকি দাস আর নেই,শোক প্রকাশ করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।The former president of the Tea Morcha, Antu Balmiki Das, has passed away. Minister Krishnaendu Pal expressed his condolences.
আগামী কাল প্রয়াতের অন্তুষ্টিক্রিয়া সম্পন্ন হবে। উনার প্রয়াণে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে রাজ্যের মীন,পশুপালন ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সমাজসেবী তথা মেদলি জিপির প্রাক্তন সভাপতি অন্তু বাল্মীকি দাসের প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।পাশাপাশি প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করছেন । তাঁর প্রয়াণে দলের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো বলে জানান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি আরো জানান যে বিজেপি দলের দুঃখ সময় ও দলের উত্থান পতনে তাকে পাশে
চা মোর্চার প্রাক্তন সভাপতি অন্তু বাল্মীকি দাস আর নেই,শোক প্রকাশ করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।The former president of the Tea Morcha, Antu Balmiki Das, has passed away. Minister Krishnaendu Pal expressed his condolences.
পেয়েছেন। বিজেপি দলের প্রতি তাঁর নিষ্টা ও সমর্পণের জন্য চিরকাল তাকে আমরা মনে রাখবো বলে জানান মন্ত্রী শ্রী পাল।মন্ত্রী ছাড়াও বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য লিভার জনিত কারণে গত শুক্রবার তিনি শিলচরের জীবন জ্যোতি হাসপাতালে ভর্তি হন। এবং সেখানেই মারাযান তিনি।