কংগ্রেসের ষড়যন্ত্রের জন্য জনগণের রোষে পড়েছে এআইইউডিএফ এর বিধায়করা এই দাবী করিমগঞ্জ লোকসভা আসনের এআইইউডিএফ প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরীর। রাজ্যে বইছে গরম নির্বাচনী বাতাস এবং নির্বাচনের মাত্র দু সপ্তাহ বাকী এর মধ্যেই দিন রাত নির্বাচনী প্রচার অভিযান জমে উঠেছে। নিজ দলের প্রার্থী কে যে কোন প্রকারে জয়ী করার জন্য ম্যারাথন প্রচার বিধায়ক সুজাম উদ্দিন লস্করের। আজ দিন রাত কাটলিছড়া বিধানসভা আসনের বিভিন্ন জায়গায় বিধায়ক সুজাম উদ্দিন লস্কর নিজ দলের প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী কে সঙ্গে নিয়ে বহু নির্বাচনী জনসভায় অংশ গ্রহণ করেন। প্রতিটি জনসভায় কংগ্রেসের বিরুদ্ধে সরব হোন বিধায়ক সুজাম উদ্দিন লস্কর এবং এআইইউডিএফ প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী। নির্বাচনী জনসভায় ভাষণ দিয়ে বিধায়ক সুজাম উদ্দিন লস্কর বলেন যে সংখ্যালঘু লোকের জন্য সর্বদা এআইইউডিএফ কথা বলে থাকে কংগ্রেস কখনও কথা বলে না রাম মন্দির প্রতিষ্ঠার দিন এআইইউডিএফ প্রার্থী করিমগঞ্জ মসজিদের শিলান্যাস করে কবর স্থান তৈরি করেছেন কিন্ত কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কী করেছেন করিমগঞ্জের জনগণের জন্য। তাই করিমগঞ্জ লোক সভা আসনের জনগন কে সঠিক ভাবে বিবেচনা করে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন বিধায়ক। জনসভা শেষে সংবাদ মাধ্যমের করা প্রশ্নের উত্তরে এআইইউডিএফ প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী বলেন যে কংগ্রেস ষড়যন্ত্র করে এআইইউডিএফ এর সভা তথা বিধায়কদের জনগণের রোষে ফেলেছে। জনগণ এআইইউডিএফ এর সঙ্গে আছেন এবং অনেক ভোটার ব্যবধানে করিমগঞ্জে এআইইউডিএফ জয়ী হবে বলে আশা প্রার্থীর। তিনি আরও বলেন যে কংগ্রেস কোন ফেক্টর নয় বিজেপি এবং এআইইউডিএফ এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে করিমগঞ্জে। জন্য জনগণের রোষে পড়েছে এআইইউডিএফ এর বিধায়করা এই দাবী করিমগঞ্জ লোকসভা আসনের এআইইউডিএফ প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরীর। রাজ্যে বইছে গরম নির্বাচনী বাতাস এবং নির্বাচনের মাত্র দু সপ্তাহ বাকী এর মধ্যেই দিন রাত নির্বাচনী প্রচার অভিযান জমে উঠেছে। নিজ দলের প্রার্থী কে যে কোন প্রকারে জয়ী করার জন্য ম্যারাথন প্রচার বিধায়ক সুজাম উদ্দিন লস্করের। আজ দিন রাত কাটলিছড়া বিধানসভা আসনের বিভিন্ন জায়গায় বিধায়ক সুজাম উদ্দিন লস্কর নিজ দলের প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী কে সঙ্গে নিয়ে বহু নির্বাচনী জনসভায় অংশ গ্রহণ করেন। প্রতিটি জনসভায় কংগ্রেসের বিরুদ্ধে সরব হোন বিধায়ক সুজাম উদ্দিন লস্কর এবং এআইইউডিএফ প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী। নির্বাচনী জনসভায় ভাষণ দিয়ে বিধায়ক সুজাম উদ্দিন লস্কর বলেন যে সংখ্যালঘু লোকের জন্য সর্বদা এআইইউডিএফ কথা বলে থাকে কংগ্রেস কখনও কথা বলে না রাম মন্দির প্রতিষ্ঠার দিন এআইইউডিএফ প্রার্থী করিমগঞ্জ মসজিদের শিলান্যাস করে কবর স্থান তৈরি করেছেন কিন্ত কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কী করেছেন করিমগঞ্জের জনগণের জন্য। তাই করিমগঞ্জ লোক সভা আসনের জনগন কে সঠিক ভাবে বিবেচনা করে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন বিধায়ক। জনসভা শেষে সংবাদ মাধ্যমের করা প্রশ্নের উত্তরে এআইইউডিএফ প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী বলেন যে কংগ্রেস ষড়যন্ত্র করে এআইইউডিএফ এর সভা তথা বিধায়কদের জনগণের রোষে ফেলেছে। জনগণ এআইইউডিএফ এর সঙ্গে আছেন এবং অনেক ভোটার ব্যবধানে করিমগঞ্জে এআইইউডিএফ জয়ী হবে বলে আশা প্রার্থীর। তিনি আরও বলেন যে কংগ্রেস কোন ফেক্টর নয় বিজেপি এবং এআইইউডিএফ এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে করিমগঞ্জে।