মহিলা নাকি পুরুষ, কাদের মধ্যে হৃদরোগের সম্ভাবনা বেশি থাকে। আর কতটাই বা বেশি থাকে সম্ভাবনা। সে সম্বন্ধে একটা ধারনা দিলেন বিশেষজ্ঞেরা।
হৃদরোগ ভারতে ক্রমশ বেড়েই চলেছে। নারী হোক বা পুরুষ, হৃদরোগীর সংখ্যা লাফিয়ে বাড়ছে। বিশ্বজুড়ে হৃদরোগের ক্ষেত্রে ভারত একটা এমন নাম যাকে নিয়ে সকলেই চিন্তিত। ভারতে আবার পুরুষরা নাকি নারীরা, কাদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি তা নিয়ে একটা প্রশ্ন সাধারণ মানুষের থেকেই যায়।বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ভারতে পুরুষদের তুলনায় মহিলাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।
আর মহিলাদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়েছে গত মাত্র ২০ বছরে। ২০ বছরে হুহু করে ভারতে মহিলাদের মধ্যে হৃদরোগের সম্ভাবনা বেড়েছে। কতটা বেড়েছে সম্ভাবনা? বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ভারতে পুরুষদের তুলনায় মহিলাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ২৫ শতাংশ বেশি।
গত ২০ বছরে মহিলাদের মধ্যে হৃদরোগ বেড়েছে ৩০০ শতাংশ বৃদ্ধির হারে। যা অবশ্যই চিন্তার। মহিলাদের মধ্যে মাত্র ২০ বছরের মধ্যে যেভাবে ভারতে হৃদরোগের সম্ভাবনা ও আক্রান্ত হওয়া বেড়েছে তা গোটা বিশ্বের জন্যই অবাক করা।ভারতীয়দের মধ্যেই হৃদরোগ হুহু করে বাড়ছে। ওয়ার্ল্ড হার্ট ডে-র প্রাক্কালে তাই এই নতুন চিন্তা ভারতের জন্য অশনিসংকেত বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।প্রসঙ্গত ১৯৭২ সালে স্টকহোমে রাষ্ট্রসংঘের মানব প্রকৃতি সংক্রান্ত একটি আলোচনাসভায় ওয়ার্ল্ড হার্ট ডে পালনের কথা স্থির করা হয়।
তারপর থেকে ২৯ সেপ্টেম্বর প্রতিবছর ওয়ার্ল্ড হার্ট ডে পালন করা হয় বিশ্বজুড়ে। ভারতে বেশি মহিলাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সংখ্যা।