গোপন খবরের বৃত্তিতে ধর্মনগর সোনারের বাসা এলাকা থেকে এক যুবকের কাছ থেকে বাইক সহ ব্রাউন সুগার আটক করলো ধর্মনগর থানার পুলিশ। কুখ্যাত এই নেশা কারবারীর নাম হেলাল উদ্দিন।আবারো নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার পুলিশ। ঘটনা বিবরণে প্রকাশ, উত্তর জেলার পুলিশ সুপারের সাদা পোশাকের স্পেশাল টিমের কাছে গোপন সূত্রে খবর আসে যে ধর্মনগর মহকুমার ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা বাবুল মিয়ার ছেলে হেলাল উদ্দিন Tr02C-7383 নম্বরের পালসার বাইকে করে ব্রাউন সুগার নিয়ে যাচ্ছে।সেই খবরের উপর ভিত্তি করে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সাদা পোশাকের স্পেশাল দল সোনারের বাসা এলাকায় উৎপেতে বসে থাকে।সেই অভিযানে ধর্মনগর থানার পুলিশও ছিলো। তখন বুধবার রাত আনুমানিক এগারোটা নাগাদ হেলাল উদ্দিন সহ বাইকটিকে আটক করে ধর্মনগর থানার পুলিশ এবং তার কাছে তল্লাশি চালিয়ে বাইকের সিটের নিচ থেকে সাবানের দুই কেইস ব্রাউন সুগার উদ্ধার হয়। যার কালোবাজারি মূল্য প্রায় লক্ষাদিক টাকা। পুলিশ জানিয়েছে হেলাল উদ্দিন এর বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। এদিকে জানা যায় হেলাল উদ্দিন নাকি দীর্ঘদিন ধরে ভাগ্যপুর পাঁচ নং ওয়ার্ড সহ আশপাশ এলাকায় নেশা জাতীয় ব্রাউন সুগারের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। একাজে তাকে বাঁধা দিলে সে প্রাণে মারার হুমকিও দিয়েছে বলে জানা গেছে।এক কথায় সে নেশার সম্রাজ্যের বাদশা হয়ে দাঁড়িয়েছিল সংশ্লিষ্ট এলাকায়। পুলিশ তাকে গ্রেপ্তার করার পর স্থানীয় এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।এলাকার যুব সমাজকে ধ্বংস করে সে তার অট্টালিকা সম্পত্তি বানানো ছিল তার মূল লক্ষ্য। ধর্মনগর সহ ভাগ্যপুর গ্রামের মানুষ জেলা পুলিশ সুপারের এই কাজে সাধুবাদ জানিয়েছেন।
ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট ।