উত্তর জেলার পুলিশ সুপারের বৃহৎ সাফল্য। প্রায় ২৫ কোটি টাকা মূল্যের হিরোইন সহ আটক ত্রিপুরা পুলিশের এক কনস্টেবল জোয়ান।বিবরণে প্রকাশ, সোমবার রাত আটটা নাগাদ জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে দামছড়া থানার পুলিশ ত্রিপুরা-মিজোরাম সীমান্তে নেশা বিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালীন সময় মিজোরাম থেকে দশরথ সেতু দিয়ে ত্রিপুরা সীমান্তে প্রবেশ করে TR01BV/0595 নম্বরের hyundai কোম্পানির একটি ভেনু গাড়ি। পুলিশ গাড়িটিকে দাঁড় করিয়ে অভিযান চালালে গাড়ির ভেতরের বিভিন্ন গোপন কক্ষ থেকে ১৭৭ টি সাবানের কেইছে মজুদ ১৭৭ প্যাকেট হেরোইন উদ্ধার হয়। আটক করা হয় হেরোইন পাচারকারী তথা ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে চাকুরীরত সাইদুল রহমান(৩৫,পিতা মৃত সিদ্দিকুর রহমান) ওরফে সোহেল।বাড়ি সিপাহীজলা জেলার সোনামুড়ার কুলুবাড়ি এলাকায়।সে বর্তমানে বিশালগড় আদালতের এসডিজেএম গৌরব কুমার সাহির পিএসও।অপরজন জসিম উদ্দিন (৩৫,পিতা আলকাস মিয়া)।বাড়ি সোনামুড়ার ঠাকুরমুড়া এলাকায়।এমর্মে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, গোপন খবরের ভিত্তিতে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যেই এই অভিযান।উদ্ধারকৃত হেরোইনের কালোবাজারি মূল্য আনুমানিক পঁচিশ কোটি টাকা। হেরোইন গুলি মিজোরাম থেকে দামছড়া হয়ে সোনামুড়া নিয়ে যাওয়ার কথা ছিল।একান্ডে দামছড়া থানায় একটি এনডিপিএস আইনে মামলা রুজু হয়েছে। মঙ্গলবার ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে।এভাবে মাদক পাচারে ত্রিপুরা পুলিশের কর্মীরা যুক্ত হওয়ায় জেলার শুভবুদ্ধি মহলে ছিঃ ছিঃ রব বইছে।দামছড়া প্রতিনিধির রিপোর্ট ।