এক চোরকে হাতেনাতে ধরে পুলিশের হাতে সমঝে দিল জনগণ।শিলচর শ্যামানন্দ লেনে সোনার চেইন টেনে নিয়ে পালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়ল এক চোর। স্থানীয়রা তাকে উত্তম-মাধ্যম দিয়ে রাঙিরখাড়ি থানায় সমঝে দেন।জানা গেছে দীর্ঘদিন ধরে এলাকায় চুরিকাণ্ড সংঘঠিত হচ্ছে। বিভিন্ন ঘরে প্রবেশ করে অনেক মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়েছে চোরের দল। কিন্তু সোমবার চুরি করে পালাতে গিয়ে স্থানীয়রা আটক করতে সক্ষম হয় চোরকে।ধৃত চোর স্বীকার করেছে যে,চুরি করা
গলা থেকে সোনার চেইন নিয়ে ছিড়ে পালাতে গিয়ে আটক চোর।The thief got caught while trying to escape with a gold chain from around the neck.
সামগ্রীগুলো সাহাবুদ্দিন নামের এক ব্যক্তির কাছে বিক্রি করতো সে। কিন্তু কে সেই সাহাবুদ্দিন? পুলিশকে খোঁজে বের করার পাশাপাশি চুরি কাণ্ডের মুখ্য মাষ্টারমাইণ্ডকে অতি সত্বর গ্রেফতার করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন স্থানীয়রা।ব্যুরো রিপোর্ট ।