শিলচরের সৎসঙ্গ আশ্রম রোড গ্রীণ লেনে অঘটন। স্ত্রীর হাতে প্রাণঘাতী আক্রমণের শিকার হলেন স্বামী।শিলচরের সৎসঙ্গ আশ্রম রোড সংলগ্ন গ্রীন লেনে স্ত্রীর প্রাণঘাতী আক্রমনের শিকার হলেন স্বামী। ধারালো অস্ত্র দিয়ে স্বামীর শরীরে আঘাত করে স্ত্রী মৌসুমী দাস। পেশায় একজন স্বর্ণকার হাইলাকান্দি জেলার লালা বাজারের বাসিন্দা বিট্টু দাস কাজের তাগিদে অম্বিকাপট্টির একটি ভাড়াটে ঘরে থাকতেন। কিন্তু গত এক সপ্তাহ আগে বিট্টু দাস অম্বিকা পট্টির ভাড়াটে ঘর
দাবাং স্ত্রীর আক্রমনের শিকার স্বামী। চাঞ্চল্য শিলচরে৷The husband fell victim to the aggression of his spirited wife. Turbulence ensued thereafter.
ছেড়ে সৎসঙ্গ আশ্রম রোড সংলগ্ন গ্রীন লেনে সমর চন্দ্র দাসের ঘরে ভাড়াটে হিসেবে এসেছিলেন। ঘটনাকে কেন্দ্র করে ঘরের মালিক রিংকি দাস সংবাদ মাধ্যমকে জানান, সোমবার সকালে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে নীচে আসার পর ভাড়াটে বিট্টু দাসের ঘর ভেতর থেকে বন্ধ পান, এবং কোলের শিশুর কান্না শুনে দরজা খোলার প্রয়াস করলে বিট্টু দাসের স্ত্রী ফের দরজা বন্ধ করে দেয়। এতে বলপূর্বক দরজা খোলার পর ঘরের মালিক রিংকি দাস ও সমর চন্দ্র দাস বিট্টু দাসকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখেন। এবং নীচে একটি ধারালো দা ও তাঁদের চোখে পড়ে। স্ত্রী মৌসুমী দাস সেই দা দিয়ে স্বামী বিট্টু দাসকে কোপ বসিয়েছে বলে
দাবাং স্ত্রীর আক্রমনের শিকার স্বামী। চাঞ্চল্য শিলচরে৷The husband fell victim to the aggression of his spirited wife. Turbulence ensued thereafter.
জানিয়েছেন ঘরের মালিক। ঘটনার পর স্ত্রী মৌসুমী দাসকে বেঁধে তাঁর হাতে থাকা ছুরি কেড়ে নিয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা বিট্টু দাসকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠিয়েছে বলে জানিয়েছেন ঘরের মালিক রিংকি দাস। বাচ্চা কোলে থাকার সুযোগে স্ত্রী মৌসুমী দাস তাঁর স্বামী বিট্টু দাসের উপর প্রাণঘাতী আক্রমণ চালিয়েছে বলে ধারণা ঘরের মালিক পক্ষের। বাচ্চা কোলে থাকার দরুন নিজেকে রক্ষা করতে পারেনি বিট্টু দাস। এদিকে ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন ঘরের মালিক রিংকি দাস।ব্যুরো রিপোর্ট ।