খাদ্য ও অসামরিক বিভাগের হটকারী সিদ্ধান্ত। বিপাকে রেশন কার্ড হিতাধিকারীরা। নাম বাদ পড়তে পারে অনেকেরই। ছয় মাসের ভেতরে ফের ই কে ওয়াই সি। বরাক উপত্যকার এক তৃতীয়াংশ যুবক বহিরাজ্যে নাম কাটা পড়বে তাদের। গত কদিন দিন থেকে ন্যায্য মূল্যের দোকানে ফিঙ্গার দিতে যথেষ্ট ভিড় পরিলক্ষিত হয়েছে এবং আজ ফিঙ্গারিং এর শেষ তারিখ এখনও অনেকের ফিঙ্গার দেওয়া বাকী রয়েছে। তাদের জন্য কী পদক্ষেপ নিবে সরকার? আজ শেষ তারিখ এখন পর্যন্ত সময়
খাদ্য ও অসামরিক বিভাগের হটকারী সিদ্ধান্ত।বিপাকে হিতাধিকারীরা,ফিঙ্গারিং এর শেষ তারিখ আজ।Hot decision of food and civil department. Stakeholders in crisis, last date of fingering is today.
বৃদ্ধির কোন নির্দেশ আসে নি কোন সমবায় সমিতি বা ন্যায্য মূল্যের দোকানদারের কাছে।বহি রাজ্যে থাকা যুবকদের জন্য কী সিদ্ধান্ত নেবে সরকার? নাকি তাদের নাম রেশন কার্ড থেকে বাদ পড়বে ?এনিয়ে এক প্রকার চাঞ্চল্য ছড়িয়েছে সমস্ত জেলায়।এক দিকে অসমে বন্যা পরিস্থিতিতে মানুষ ঘর থেকে বের হতে পারছেন না অন্যদিকে খাদ্য নিয়ে হাহাকার পরিস্থিতি বানভাষীদের মধ্যে তারই মধ্যে রেশন কার্ড এর ফিঙ্গারিং এর জন্য স্বল্প সময় বেঁধে দিয়েছে খাদ্য ও অসামরিক বিভাগ।
খাদ্য ও অসামরিক বিভাগের হটকারী সিদ্ধান্ত।বিপাকে হিতাধিকারীরা,ফিঙ্গারিং এর শেষ তারিখ আজ।Hot decision of food and civil department. Stakeholders in crisis, last date of fingering is today.
অসামরিক বিভাগের এমন হটকারী সিদ্ধান্তে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে জনমনে।এদিকে সেফিনজুরি সমবায় সমিতি ও লোয়াইরপোয়া সমবায় সমিতির সচিবরা বলেন আমাদের কাছে করিমগঞ্জ খাদ্য যোগান বিভাগের ডিডিএস আধিকারিক এর নির্দেশ এসেছে ফিঙ্গার আপডেট করার জন্য এবং এই কথা আমরা সমস্ত ন্যায্য মূল্যের দোকানদারের কাছে জানিয়ে দিয়েছি তাছাড়া দোকানদারদের ২৫ জুন এর ভেতরে ফিঙ্গারিং এর কাজ সম্পূর্ণ করার কথা বলেছি। এদিকে ফিঙ্গারিং ফের কেন নেওয়া হচ্ছে এব্যাপারে এক সচিব বলেন প্রায় সময় রেশনকার্ড হিতাধিকারীর পরিবারের কারোর মৃত্যু হলে তাঁরা স্বেচ্ছায় এসে নাম কাটান না ওই সদস্যের।তাই এভাবে ফিঙ্গারিং যদি প্রতি বছর হয় তাহলে হিতাধিকারীদের সংখ্যা সঠিক থাকবে বলে তিনি মনে করেন। বহি রাজ্যে থাকা যুবকদের জন্য কী পদক্ষেপ নিয়েছে বিভাগ?এই প্রশ্নের উত্তরে লোয়াইরপোয়া সমবায় সমিতির সচিব বলেন সরকারি ভাবে বহি রাজ্যে থাকা যুবকদের জন্য এখন পর্যয় কোন নির্দেশ আসে নি
খাদ্য ও অসামরিক বিভাগের হটকারী সিদ্ধান্ত।বিপাকে হিতাধিকারীরা,ফিঙ্গারিং এর শেষ তারিখ আজ।Hot decision of food and civil department. Stakeholders in crisis, last date of fingering is today.
কেওয়াইসি তিন বছরে দিতে হয় ব্যাংকে। এবার থেকে আরো সহজ করার ব্যবস্থা নিয়েছে রিজার্ভ ব্যাংক। আপনি খবর নিয়ে দেখুন – সরকার ডিজিট্যাল রেশন কার্ড করছে। অর্থাৎ বহিররাজ্যে যে সকল মানুষ থাকেন , ওখান থেকেই যাতে নিজেদের বরাদ্দ রেশন তুলতে পারেন । করোনাকালে অভিবাসী শ্রমিকদের কথা চিন্তা করে সেই ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এক দেশ এক কার্ড ব্যবস্থা চালু হবে।
ইকেওয়াইসি চালু হয়েছে বছর দুয়েক আগে আধার সংযোগের পর। যদিও এনআরসি গেরোয় অসমে ২৭ লক্ষের আধার হয়নি। এরা কোনো সরকারি সুবিধা পাচ্ছেন না । এরা বিদেশি নয়। কিন্তু নাগরিক অধিকার থেকে বঞ্চিত । অসম মন্ত্রীসভা সিদ্ধান্ত নেওয়ার পরও না। এখন নাকি এই বিষয়ে কেন্দ্র এবং রাজ্য একসাথে সুপ্রিম কোর্টে যাচ্ছে। প্রয়োজনে কেউ মারা গেলেন কিনা তা নিশ্চিত করতে তিন বছরে একবার ফিঙ্গার প্রিন্ট
খাদ্য ও অসামরিক বিভাগের হটকারী সিদ্ধান্ত।বিপাকে হিতাধিকারীরা,ফিঙ্গারিং এর শেষ তারিখ আজ।Hot decision of food and civil department. Stakeholders in crisis, last date of fingering is today.
নেওয়া হোক। ব্যাংকে কেওয়াইসি নেওয়ার অর্থ হচ্ছে ——- অসংখ্য মানুষের টাকা হাতিয়ে নেয় প্রতারকরা।
খাদ্য সুরক্ষা কোনো প্রকল্প নয় , এটি আইন। তেল , ডাল, মশলা , বিস্কুট , আসবাবপত্র কিনতে গিয়ে আঠারো থেকে আটাশ শতাংশ যে জিএসটি মানুষ দেয় এর একটি অংশ নিম্ন আয়ের মানুষের জন্যে ব্যয় করে কল্যাণকামী রাষ্ট্র। সুতরাং সবকিছু গুলিয়ে ফেললে চলে না।ফলে রেশন কার্ড ফিঙ্গারিংয়ে পুনরায় বিবেচনা করুক সরকার এটাই চাইছেন সচেতন নাগরিকরা।
রঞ্জিত কৈরীর রিপোর্ট ।