প্ল্যান্টেশন করার জন্য প্রাচীন কালের শ্মশান ঘাটের জায়গা জবরদখলের অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে। প্রতিবাদ করে এমনটাই অভিযোগ করলেন তিলভুম চা বাগানের শ্রমিকরা। তাঁরা আজ সকালে তিলভূম চা বাগান কার্যালয়ের সম্মুখে এক প্রতিবাদী কার্যসূচি করে নিজেদের ক্ষোভ উগড়ে দেন বন বিভাগের বিরুদ্ধে।তাদের অভিযোগ দীর্ঘ দিন থেকে চলে আসা শ্মশান ঘাটের জায়গায় প্ল্যান্টেশন তৈরি করতে চাইছে বন বিভাগ।বর্তমানে এনিয়ে শ্রমিকদের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা তিলভূম বাগান জুড়ে। শ্রমিকরা বলেন গত বহু দিন ধরে বন বিভাগ তিলভুমের মুর্দা টিল্লার পূর্বদিকে প্ল্যান্টেশন এর কাজ চালিয়ে যাচ্ছিল কিন্ত তখন পর্যন্ত
তিলভূমে শ্মশান ঘাটের জমি জবরদখলের অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে ।The allegation of forcibly taking over land for a crematorium in the sesame fields is against the Forest Department.
সব ঠিক ঠাক ছিল।পরবর্তীতে যখন মুর্দা টিলায় মাটি কাটার কাজ শুরু করে বন বিভাগ এবং মাটির নীচ থেকে বের হয় মৃত মানুষের মাথার খুলি তখন বাগান পঞ্চায়েতের সদস্যরা বাঁধা প্রদান করেন কিন্ত তাদের কথায় কর্ণপাত করে নি বন বিভাগের আধিকারিকরা।তাঁরা আরও বলেন যে মাথার খুলি দেখে তাঁরা রাগান্বিত হোন এবং বন বিভাগের ফেন্সিং এর কিছু খুঁটি বাকা করে দেন।এতে বন বিভাগের বিরুদ্ধে শ্রমিকদের দুষ্কৃতী আখ্যা দিয়ে একটি মামলা ও করে বন বিভাগ।বর্তমানে মামলার তদন্তে ও নেমেছে পুলিশ বলে খবর। এদিকে
তিলভূমে শ্মশান ঘাটের জমি জবরদখলের অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে।The allegation of forcibly taking over land for a crematorium in the sesame fields is against the Forest Department.
শ্রমিকদের পক্ষে বাগান পঞ্চায়েত এর রাজু গোয়ালা ও স্থানীয় নেতৃত্ব দের পক্ষে জয় নারায়ণ কানু শ্রমিকদের এই প্রতিবাদ কে সমর্থন করে সংবাদ মাধ্যম কে জানান যে প্রায় একশো বছর পুরোনো শ্মশান ঘাট থাকা জায়গায় কোন অবস্থায় প্ল্যান্টেশন করা মেনে নেওয়া যাবে না, সেই জায়গা শ্রমিকদের জন্য ছেড়ে দেওয়ার কথা বলেন তাঁরা। এবং এই জায়গা চা বাগানের জায়গা বলে ও দাবী করে তাঁরা।তবে সেই জায়গা বন বিভাগের না চা বাগানের জায়গা সেটা এখন ও সঠিক জানা যায় নি।এদিকে এই জায়গা বন বিভাগের বলে দাবি করছেন বন আধিকারিকরা।উল্লেখ্য যে শ্রমিকদের দুষ্কৃতী বলে আখ্যা করা নিয়ে তীব্র সমালেচনা করছে বুদ্ধিজীবী মহল।বুদ্ধিজীবী মহলের ও দাবী যে একটি সমাজের
তিলভূমে শ্মশান ঘাটের জমি জবরদখলের অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে।The allegation of forcibly taking over land for a crematorium in the sesame fields is against the Forest Department.
শ্বনান ঘাটের জায়গা ছেড়ে দিলে কি অসুবিধে হবে । আজকের এই প্রতিবাদী কার্যসূচিতে প্রায় পাঁচ শতাধিক পুরুষ মহিলা অংশ নেন।প্রতিবাদী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগান পঞ্চায়েতের কোষাধ্যক্ষ রাজু গোয়ালা, জেলা চা মোর্চার সদস্য জয় নারায়ণ কানু, বাগান পঞ্চায়েতের সভাপতি বিরেশ গোয়ালা, প্রাক্তন বাগান পঞ্চায়েতের কৌশাদক্ষ হরি নারায়ণ ভূমিজ, প্রাক্তন বাগান পঞ্চায়েতের সভাপতি রাজমোহন মীরধা সহ অনেকেই।রঞ্জিত কৈরীর রিপোর্ট।