ভারত বাংলাদেশ সীমান্তের চাম্পাবাড়ী ইউথ ক্লাবের আয়োজিত নক আউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কুর্তাছড়া আট নম্বর বস্তি। তারা কলকলি বস্তি কে দুই শূন্য গোলে পরাস্ত করে বিজয় অর্জন করে।প্রতি বছরের ন্যায় এবারো পাথারকান্দি বিধান সভা আসনের চাম্পাবাড়ি খেলার মাঠে চাম্পাবাড়ি ইয়থ ক্লাব মনমুগ্ধকর ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। এতে অসম ত্রিপুরার ১৬ টি নামিদামি টিম খেলায় অংশগ্রহণ করে। গত পাঁচ জুলাই জুলাই থেকে শুরু হয় চাম্পাবাড়ি ইয়থ ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট। এতে রাজ্য ও বহি রাজ্যের বহু নামিদামি খেলোয়াড়ের উপস্থিতি দর্শকদের মনোরঞ্জন দিতে সক্ষম হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর রবিবার অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের চূড়ান্ত ফাইন্যাল ম্যাচ।খেলা শুরুর পূর্বে খেলোয়াড়দের সাথে পরিচয়
চম্পাবাড়িতে কলকলি বস্তি কে দুই গোল দিয়ে জয়ী হলো কুর্তা ছড়া।In the Champabari neighborhood, the Kolkali slum won the match against Kurta Chhara by two goals.
করিয়ে নেন আয়োজক ক্লাব ও আমন্ত্রিত অতিথিরা। জাতীয় সংগীতের পর শুরু হয় ম্যাচ। এদিন বিকাল চারটা কুড়ি মিনিটে রেফারি শুনা সিনহার হুইসেল বেজে ওটতেই দুই পরা শক্তির লড়াই শুরু হয়। টসে জিতে মাঠের পশ্চিম প্রান্ত থেকে খেলা শুরু করে কলকলি বস্তি। তাদের সুটাম দেহের খেলোয়াড়রা প্রথম থেকেই আক্রমনাত্মক ভঙ্গিতে খেলে। অন্যদিকে লাল জার্সি দারি কুর্তাছড়া আট নম্বর বস্তি মাঠের পুর্ব প্রান্তে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করে । প্রথম দশ মিনিটে কলকলি বস্তি তিন তিন বার মাঝ মাঠ থেকে বল তুলে নিয়ে বিপক্ষ দলের ডিফেন্স বেদ করলেও বল জালে পাঠাতে পারে নি। প্রথমার্দ্ধের কুড়ি মিনিটে ছুটো ছুটো পাসের মাধ্যমে কুর্তাছড়া দল কলকলি বস্তির বিপদ সীমার ভিতরে ঢুকে পড়ে এবং কলকলি বস্তির বিশাল প্রতিরক্ষা দেওয়াল বেদ করে কুর্তাছড়া দলের আক্রমণ ভাগের খেলোয়াড় রাহুল রায় বিপক্ষ দলের জালে সোজা সট মেরে এক শূণ্য গোলে এগিয়ে যান। টান টান উত্তেজনা পুর্ণ খেলায় সমতা ফেরাতে কালকলি বস্তি লড়াই করলেও সফল হননি। খেলার দ্বিতীয়ার্ধে পচিশ মিনিটের মাথায় কর্ণার কিক থেকে আরেক টি গোল আদায় করে নেন কুর্তাছড়া দলের মিডফিল্ডার স্বপন মুন্ডা। দুই শূণ্য গোলে এগিয়ে যায় কুর্তাছড়া। খেলার অন্তিম বাঁশি পর্যন্ত আর কেউ গোল করতে পারেন নি। এদিনের খেলায় আকাশ পরিস্কার থাকায় আবাল বৃদ্ধ বনিতা সহ
চম্পাবাড়িতে কলকলি বস্তি কে দুই গোল দিয়ে জয়ী হলো কুর্তা ছড়া।In the Champabari neighborhood, the Kolkali slum won the match against Kurta Chhara by two goals.
মহিলাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। প্রায় দশ হাজার দর্শক উপস্থিত ছিলেন মাঠে। খেলা শেষে বিজয়ী দলের সমর্থকরা বাজি পটকা ফাটিয়ে আনন্দ উল্লাসে মেতে ওটেন ।এদিনের খেলা পরিচালনা করেন শুনা সিনহা এবং সহকারী রেফারির দায়িত্ব পালন করেন অভিজিৎ সিনহা ও নুজমুল হুসেন। তারপর শুরু হয় পুরস্কার বিতরণি অনুষ্ঠান। বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা। বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্র্পি ও নগদ এগারো হাজার টাকা তুলে দেন পুথনী জিপির প্রাক্তন সভানেত্রী নমিতা গোয়ালা চাষা রাজেন্দ্র ভরদ্বাজ ও বিএসএফ আধিকারিক নরেশ সিং।এবং রানার্স দলের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন চা মোর্চার জেলা সভাপতি সত্য নারায়ণ সালিয়া ও অভিমন্যু শুক্ল বৈদ্য।উল্লেখ্য চাম্পাবাড়ি ইয়থ ক্লাব আয়োজিত ফুটবল
চম্পাবাড়িতে কলকলি বস্তি কে দুই গোল দিয়ে জয়ী হলো কুর্তা ছড়া।In the Champabari neighborhood, the Kolkali slum won the match against Kurta Chhara by two goals.
টুর্নামেন্টে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল যথেষ্ট সাহায্য করেছেন বলে জানিয়েছেন ক্লাব সভাপতি পঙ্কজ হাজাম।খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিমন্যু শুক্ল বৈদ্য,রাজেন্দ্র ভরদ্বাজ, পোস্ট কমান্ডেন্ট নরেশ সিং, নমিতা গোয়ালা চাষা,সঞ্জীব দে,সত্য নারায়ণ সালিয়া,বিপিন বিহারী উপাধ্যায়,ভুবন চাষা ,পঙ্কজ হাজাম,যশরাজ উপাধ্যায়, দেও সাগর লোহার সহ অন্যান্যরা। রঞ্জিত কৈরীর রিপোর্ট।