৩ লক্ষ ৬০ হাজার টাকার ১৮০ কেজি বিদেশী পোস্ত সহ এক ব্যাক্তি আটক কাটিগড়ার কালাইনছড়ায় ! কয়লা, বার্মিজ সুপারি, স্থানীয় সুপারি, লেটেরাইট ঝামা পাথর, লাইমস্টোন পাচারের অনেক খবর সংবাদ শিরোনাম দখল করলেও ‘পোস্ত’ পাচারের খবর অনেক বছর ধরে পাওয়া যাচ্ছিল না। যাই হউক সোমবার গুমড়া পুলিশ ইনভেস্টিগেশন সেন্টারের আওতাধীন কালাইনছড়ার নির্মিয়মান টোলগেটের অস্থায়ী নাকা চেকিং গেটে শিলচর থেকে মেঘালয়গামী একটি সুমো গাড়িতে নয় বস্তা বিদেশী পোস্ত ধরা পড়ে ৷ ওজন ১৮০ কেজি যার বাজার মূল্য প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা ৷ ফলে ফের আবার সংবাদ শিরোনামে এসেছে পুস্ত। আটক সুমো গাড়ির চালক কাটিগড়া দুধপুর প্রথম খন্ডের ফারুক হোসেইন চৌধূরী। বর্তমানে সে পুলিশি হেফাজতে রয়েছে।
৷কাটিগড়া থেকে প্রনব মালাকারের রিপোর্ট।