কাছার পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত। লক্ষীপুর পুলিশ ড্রাগস বিরোধী অভিযানে নেমে পেল সাফল্য। লক্ষীপুর থানাধীন রবারপুর গ্রান্ট নামের গ্রামের পূর্ত সড়কে দুই পাচারকারী ক্রমে প্রেমা চন্দ্র সিংহ ৪১ বছর অপরজন জয় কুমার মেইতেই ৩৮ বছর দুইজনের বাড়ি লক্ষীপুর থানাধীন বিন্নাকান্দি প্রথম খন্ডে। তারা একটি স্কুটিতে করে ড্রাগস পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল কিন্তু গোপন সূত্রের খবরের ভিত্তিতে লক্ষীপুর পুলিশ ওৎ পেতে বসেছিলো। দুই পাচারকারী একটি স্কুটি নিয়ে চারটি সাবানের খালি বাক্সে লুকিয়ে রাখা ১৬৪ গ্রাম সন্দেহাজন হেরোইন নিয়ে আসতেই লক্ষীপুর পুলিশের অভিযানকারী দল স্কুটিটি থামিয়ে তল্লাশি চালিয়ে স্কুটির ভেতর থেকে লুকিয়ে রাখা সম্ভাব্য হেরোইন জব্দ করে। সঙ্গে সঙ্গে দুই পাচারকারী সহ জব্দকৃত সম্ভাব্য হেরোইন ও পাচারের উদ্দেশ্যে ব্যবহার করা স্কুটি জব্দ করে লক্ষীপুর থানায় নিয়ে আসে। পাচারকারী দুজনের বিরুদ্ধে একটি এন ডি পি এস মামলা নথিভুক্ত করে টানজিজ্ঞাসাবাদ চালাচ্ছে লক্ষীপুর পুলিশ।ব্যুরো রিপোর্