নৌকা-ই বর্তমান এম্বুলেন্স। জলের তলায় পূর্ব সোনাইর তুতিরগাঁও।সোনাইর সবচেয়ে বিপদজনক বন্যা কবলিত এলাকা তুতিরগাঁও।পূর্ব সোনাইর ভাউরিকান্দি ১ম খণ্ড তুতিরগাঁও বর্তমানে বন্যার জমা জলের তলায়। এবছর এপর্যন্ত ৩বার বন্যার জলে তলিয়ে গেলেও একবার ও সরকারি ত্রাণ সামগ্রী পৌঁছয় নি বলে একাংশ স্থানীয়দের অভিযোগ। ভাউরিকান্দি ১ম ও দক্ষিণ মোহনপুর অষ্টম খণ্ডের তুতিরগাও, নালারপার, মধুরবন্দী গাঁও ইত্যাদি গ্রাম প্রায় প্রতিবছর বন্যার জলে তলিয়ে যায়। তলিয়ে যায় রাস্তাঘাট।ক্ষতিগ্রস্ত হন অসংখ্য মানুষ।এমতাবস্থায় কোনো রোগীকে যদি হাসাপাতালে নিয়ে যেতে হয়, তাহলে নৌকাই হয়ে উঠে এম্বুলেন্স। বর্তমানে এলাকার মানুষের সাধারণ জীবন যাত্রা ব্যাহত হয়ে পড়েছে। গ্রামগুলিতে মাত্র কয়েকটি নৌকা রয়েছে,তা দিয়ে যাতায়াত করা হয় বাজার হাটে। ফলে রাতে কোনো রোগীকে হাসপাতালে নিয়ে যেতে রীতিমতো বিপাকে
বন্যাপীড়িতদের নৌকাই বর্তমানের অ্যাম্বুলেন্স।বরাক উপত্যকার বহু গ্রাম জলের তলায়।The boat is currently the ambulance for the flood effected Barak Valley has many villages situated on the banks of the river.
পড়তে হয় তাদের।এছাড়া বন্যায় গ্রাম গুলি তলিয়ে যাওয়ায় দিন মজুরী করা পরিবারগুলি ভীষণ সংকটে। নুন আনতে পান্থা ফুরায় অবস্থা। অনেক পরিবার চিড়ামুড়ি খেয়েই দিন যাপন করছে বলে জানা গিয়েছে।স্থানীয় এক বন্যা পীড়িত ব্যাক্তি তাদের এলাকার দিকে সুনজর দেওয়ার জন্য স্থানীয় বিধায়ক করিম উদ্দিন বড়ভুইয়া সাজুর দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া জেলা প্রশাসন ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে সাহায্যের কাতর আর্জি জানান। ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।